Homeবিনোদন২১ ফেব্রুয়ারি ঋত্বিকের ‘পরিচয় গুপ্ত’

২১ ফেব্রুয়ারি ঋত্বিকের ‘পরিচয় গুপ্ত’


কলকাতার ভার্সেটাইল অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বাংলাদেশের সিনেমায়ও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন সিনেমা আসছে এই অভিনেতার। নাম ‘পরিচয় গুপ্ত’।

এটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা রণ রাজ।

গত বছর ছবিটির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছিল। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে সিনেমাটির মুক্তির তারিখও নির্ধারণ করা হয়। তবে নানা কারণে এটি স্থগিত হয়ে যায়। তারপর থেকেই দর্শকরা ছবি রিলিজের অপেক্ষায় ছিলেন, এবার অবশেষে প্রকাশ করা হলো এটি মুক্তির নতুন তারিখ।

এবার আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘পরিচয় গুপ্ত’ মুক্তি পাবে বড় পর্দায়।

সিনেমার গল্পে দেখানো হবে কলকাতার একটি প্রাচীন জমিদার বাড়ির জমিদার চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে, যে অন্ধ।

তবে এটাই কেবল তার চরিত্রের বিশেষত্ব নয়, এতে রয়েছে আরও টুইস্ট।

অন্যদিকে, ইন্দ্রনীল একজন প্রত্নতাত্ত্বিক। সে এই জমিদার বাড়িতেই বিভিন্ন অনুসন্ধানের কাজে আসে। আর তার পরই জড়িয়ে পড়ে এ বাড়ির সঙ্গে।

গল্পের একপর্যায়ে জমিদার বাড়িতে হতে থাকে একের পর এক খুন। আর গল্পে আসতে থাকে নতুন নতুন মোড়। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প।

রণের পরিচালনায় সিনেমায় ঋত্বিক চক্রবর্তী ও ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন দর্শনা বনিক, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্যর মতো তারকা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত