Homeবিনোদনস্ত্রীকে নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার কারণ জানালেন তৌসিফ 

স্ত্রীকে নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার কারণ জানালেন তৌসিফ 


ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি চক্র ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতেও অভিষেক হয়েছে এ অভিনেতার।

নাটকের তুমুল ব্যস্ত এই তারকা সময় পেলেই স্ত্রীকে নিয়ে বিদেশে ঘুরতে যান। এরই মধ্যে চীন ছাড়া স্ত্রী জারার সঙ্গে এশিয়ার সব দেশেই ঘুরেছেন বলে জানালেন তৌসিফ। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেছেন এই অভিনেতা। এরই মধ্যে ২৫ থেকে ৩০ বার বিভিন্ন দেশে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছেন তিনি।

তবে বিদেশে ছুটি কাটানোর একটা বিশেষ কারণও রয়েছে বলে জানালেন তৌসিফ। কক্সবাজারে নিয়িমত শুটিং করলেও স্ত্রীকে নিয়ে সেখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি।

কারণ স্ত্রীর সঙ্গে কাটানোর সময় তাকেই দিতে চান তৌসিফ। তিনি বলেন, কক্সবাজারে ঘুরতে গেলে যেটা হয় অনেকেই এসে ছবি তুলতে চান। তখন দর্শকদের সেই সময়টা দিতে হয়। ফলে দেখা যায় স্ত্রীকে অনেক সময়ই দূরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি জানি ও (জারা) এটা নিয়ে কখনোই মন খারাপ করে না। তবু আমি চাই ছুটির সময়টুকু যেন আমার কাছে পুরোটাই সে পায়।

তৌসিফ বলেন, কেনাকাটায় খুব একটা আগ্রহ নেই। তবে বেড়ানোর পেছনে অনেক টাকা খরচা হয়। এ ছাড়া আমি ভীষণ ভোজনরসিক। একদিন ছুটির দিনে অনলাইনে ১৭টি রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডার করেছিলাম। একপর্যায়ে দারোয়ান আমাকে ফোন দেয় স্যার আপনারা কতজন বাসায়। সেদিন তো আমি আর স্ত্রীই শুধু বাসায় ছিলাম। মূলত এত অর্ডার দেখে দারোয়ানও অবাক হয়েছিল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত