Homeবিনোদনসময় এখন রাশমিকার | কালবেলা

সময় এখন রাশমিকার | কালবেলা


ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সময় যেন এখন তাকে দুহাত ভরে সফলতা এনে দিচ্ছে। নাম লেখাচ্ছেন একের পর এক বিগ বাজেটের সিনেমায়, যা দাপট দেখাচ্ছে বক্স অফিসেও। এর মাধ্যমে তিনিও হয়ে উঠছেন প্রভাবশালী এক নাম। সম্প্রতি এ অভিনেত্রী নতুন এক ইতিহাস গড়েছেন, যা তার ক্যারিয়ারের গ্রাফই বদলে দিতে যাচ্ছে। ভারতের বাঘা বাঘা সব অভিনেত্রীকে টপকে তিন হাজার কোটি আয়ের ক্লাবে প্রবেশ করেছেন দক্ষিণের এই কুইন।

বক্স অফিসের রিপোর্ট অনুসারে, দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়াদের ঝুলিতেও নেই যে রেকর্ড, তা এখন রাশমিকার ঝুলিতে। বিশ্বব্যাপী বক্স অফিসে তিন হাজার কোটি রুপির বেশি আয় করেছে তার সর্বশেষ তিনটি সিনেমা। একজন নায়িকা হিসেবে যা অনন্য রেকর্ড। যে রেকর্ড একজন নায়ক হিসেবে রয়েছে শুধুই শাহরুখ খানের। এমন অর্জনে রাশমিকার প্রতি পরিচালকদের চাহিদা আরও বেড়ে গেছে। কারণ ২০২৩ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরপর তিনটি সিনেমাই ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে।

মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার মধ্যে তালিকার প্রথমে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’, দ্বিতীয় অবস্থানে ‘পুষ্পা ২’ ও তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ছাভা’। এদিকে মাইলফলকের দিক থেকে শাহরুখ খানকে টপকে সামনে সালমান খানের সঙ্গে পর্দায় দেখা মিলবে এ অভিনেত্রীর। ঈদুল ফিতরে আসছে সালমান খানের ‘সিকান্দার’। এতে রাশমিকা রয়েছেন নারীপ্রধান চরিত্রে। এরই মধ্যে সিনেমাটির টিজার বেশ সাড়া ফেলেছে। ভক্তদের প্রত্যাশা, এটিও বক্স অফিসে দারুণ সফল হবে।

রাশমিকাকে সর্বশেষ ‘ছাভা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। এতে ভিকি কৌশলের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি বক্স অফিসে দাপট দেখিয়ে এখন পর্যন্ত আয় করেছে ৬৪০ কোটি রুপির কাছাকাছি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত