Homeবিনোদনশর্টকাট বনাম সংগ্রামের গল্প ‘তবুও পাশাপাশি’

শর্টকাট বনাম সংগ্রামের গল্প ‘তবুও পাশাপাশি’


জীবনে সাফল্য পাওয়ার শর্টকাট পথ কি আসলেই কোনো সমাধান? নাকি ভালোবাসা আর পরিশ্রমের মেলবন্ধনেই লুকিয়ে থাকে সাফল্যের চাবিকাঠি? ঠিক এমনই এক গল্পের নাটক নিয়ে নতুন বছরে হাজির হচ্ছেন নির্মাতা সাইফুল হাফিজ খান। নাম ‘তবুও পাশাপাশি’। এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও সামিরা খান মাহি। এর চিত্রনাট্য লিখেছেন রিফাত আদনান পাপন।

প্রেম, সম্পর্ক ও জীবনের সংগ্রামের এই নাটক একদিকে মজার, অন্যদিকে বাস্তবিক; যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতায় ভাসিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা নির্মাতার।

উত্তরার একটি শুটিং হাউসে যখন এ গল্প ধরা পড়ছিল কালবেলার ক্যামেরায়, তখনই স্পষ্ট হয়েছিল, এই নাটক যেন জীবনের ছোট ছোট গল্পের প্রতিচ্ছবি।

গল্পে ইয়াশ একজন স্বপ্নবাজ তরুণ। তার জীবনের লক্ষ্য বড় কিছু হওয়া, তবে সাফল্যের শর্টকাট খুঁজতে গিয়ে সে বারবার বাধার সম্মুখীন হয়। তিনি বলেন, ‘এই গল্পের বার্তা দর্শকদের ভাবাবে। তবে সেই বার্তা বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে। শুধু এটুকু বলব, গল্পে এমন কিছু থাকবে যা আপনারা দেখতে দেখতে অনুভব করবেন।’

ইয়াশের বিপরীতে সামিরা খান মাহির চরিত্রটি এক সহজ-সরল মেয়ে, যে নিজের প্রেমিককে ভালোবাসায় ভরিয়ে রাখতে চান। তবে সমস্যা তখনই আসে, যখন প্রেমিক বাস্তবতার চাপ সামলাতে গিয়ে প্রেমকে উপেক্ষা করে।

মাহি বলেন, ‘গল্পে আমি এমন একজন মেয়ে, যে খুব সাধারণ। প্রেমিককে ভালোবাসাই তার জীবন। তবে প্রেমিক যখন তার লক্ষ্য আর ব্যস্ততায় ডুবে থাকে, তখন আমাদের সম্পর্কের মজার টানাপোড়েন শুরু হয়।’

নির্মাতা সাইফুল হাফিজ খান বলেন, “আমরা অনেক সময় জীবনে শর্টকাট পথ নিতে চাই। তবে এটা সবসময় সাফল্য আনে না, অনেক সময় বড় বিপদ ডেকে আনে। ‘তবুও পাশাপাশি’ শুধু নাটক নয়, এটি জীবনের এমন এক আয়না, যেখানে প্রেম, সম্পর্ক আর সাফল্যের টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠবে। আমার এই নাটক দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি।’

নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত