Homeবিনোদন‘রাতেন’ নিয়ে যোজনের অভিজ্ঞতা

‘রাতেন’ নিয়ে যোজনের অভিজ্ঞতা



বাংলাদেশি চলচ্চিত্রে নতুন আঙ্গিক নিয়ে আসছে ‘আমাকে বিশ্বাস করেন ভাই’ শিরোনামে নতুন একটি সিনেমা। রাইসুল ইসলাম অনিক পরিচালিত এ সিনেমার মূল উপজীব্য টাকার মোহ, সম্পর্কের টানাপোড়েন এবং বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব। তবে শুধু গল্পই নয়, সিনেমাটি নির্মাণশৈলীতেও ব্যতিক্রমী। এই সিনেমার শুটিং করা হয়েছে ওয়ান টেক শুট পদ্ধতিতে, যেখানে ১০০টি দৃশ্য একবারেই ধারণ করা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন উজ্জ্বল কবির হিমু, সায়রা আক্তার, রফিকুল কাদের রুবেলসহ আরও অনেকে। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্র ‘রাতেন’-এ অভিনয় করেছেন যোজন মাহমুদ।

সিনেমাটির অন্যতম আকর্ষণ এর নির্মাণপদ্ধতি। ওয়ান টেক শুট হওয়ায় প্রতিটি দৃশ্য একবারেই ধারণ করতে হয়েছে, কোনো কাট ছাড়া। ফলে শিল্পীদের জন্য অভিনয় আরও কঠিন হয়ে ওঠে, কারণ একবার ক্যামেরা চালু হলে ভুল সংশোধনের সুযোগ থাকত না। এমন শুটিং দেশের সিনেমায় খুব কমই দেখা যায়।

এই অভিজ্ঞতা সম্পর্কে যোজন মাহমুদ বলেন, ‘এই সিনেমার শুটিং আমার জন্য একেবারেই ব্যতিক্রমী ছিল। প্রতিটি দৃশ্যের জন্য প্রচুর প্রস্তুতি নিতে হয়েছে, কারণ ওয়ান টেক শুট হওয়ায় একবার শুরু হলে থামার সুযোগ ছিল না। তাই সবাইকে সচেতনতার সঙ্গে কাজে মনোযোগী থাকতে হয়। কাজটি করতে একটু কষ্ট হলেও, অভিজ্ঞতা দারুণ।’

সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘রাতেন’, যা যোজন মাহমুদ রূপায়ণ করেছেন। অর্থ, সম্পর্ক ও বাস্তবতার সংঘাতের মধ্যে রাতেন কীভাবে নিজের পথ খুঁজে নেয়, তা সিনেমার গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিনেমায় নিজের চরিত্র নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘এই গল্পটা শুধু টাকার নয়, বিশ্বাসেরও। ক্যারিয়ারে প্রথমবার ‘রাতেন’-এর মতো ভিন্ন রকম একটি চরিত্রে অভিনয় করছি, যা আমাকে অভিনয়ে অন্যরকম একটি প্রাপ্তি অনুভব করাচ্ছে। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত