Homeবিনোদনযেভাবে জন্মদিন উদযাপন করবেন শাহরুখ খান

যেভাবে জন্মদিন উদযাপন করবেন শাহরুখ খান


বলিউড বাদশাহ শাহরুখ খান। গত তিন দশকের বেশি সময় ধরে বি-টাউনে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছেন। আজ ২ নভেম্বর ৫৯ বছরে পা রাখলেন তিনি। জন্মদিন ঘিরে রাত থেকেই ভক্ত, সহকর্মীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাচ্ছেন ভালোবাসা।

এবারের জন্মদিনটি শাহরুখ স্মরণীয় করে রাখতে চান। আর সে উপলক্ষে বড় এক পার্টির আয়োজনের পরিকল্পনা চলছে কিং খানের মান্নাতে। পার্টির সবকিছুর দায়িত্বে আছেন শাহরুখপত্নী গৌরী খান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, এর আগে শাহরুখ তার জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে পরিচিত বন্ধুদের জন্য পার্টি রাখতেন। দিনের শেষে নিজ বাড়ি মান্নাতের উঁচু খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দেখা দিতেন। কিন্তু এবার তা তো থাকছেই, পাশাপাশি বড় এক পার্টি দিতে চলেছেন এই নায়ক, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা।

শাহরুখের এই পার্টিতে ২৫০ জন অতিথি উপস্থিত থাকবে। বলিউডের পাশাপাশি হলিউডের তারকাদেরও উপস্থিত হওয়ার কথা রয়েছে। তবে পার্টির সেরা আর্কষণ হিসেবে থাকবে মেয়ে সুহানা ও পুত্র আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

ক্যারিয়ারে শাহরুখ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন, যা দিয়ে জয় করেছেন ১৪ বার ‘ফিল্ম ফেয়ার’ পুরস্কার। ভারত সরকারের পদ্মশ্রী, ফ্রান্স সরকারের ‘অদ্র দে আর্ত এ দে লেত্র’ সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। এসব অর্জনের চেয়েও তিনি যা সবচেয়ে বেশি জিতেছেন, তা হলো দর্শকদের হৃদয়। যাদের জন্যই আজকে তিনি শাহরুখ। তাইতো এই দিনে পৃথিবীর যেই প্রান্তেই তার কাজ থাকুক না কেন, ভক্তদের জন্য মান্নাতের বারান্দায় তার আসতেই হবে। দু’হাত মেলে দূর থেকেই তাদের জড়িয়ে ধরতে হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত