Homeবিনোদনমোবাইল চলচ্চিত্র উৎসবের ১২তম আসর শুরু

মোবাইল চলচ্চিত্র উৎসবের ১২তম আসর শুরু


ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ১২তম আসরের ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব ।

শনিবার (২০ এপ্রিল) ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এই উৎসবটির আয়োজন করা হয়, যেখানে দেশি-বিদেশি মোবাইল চলচ্চিত্র নির্মাতারা অংশগ্রহণ করেন।

‘আনফোল্ডিং ডিআইএমএফএফ ২০২৬’ শিরোনামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করা হয় উৎসবের নতুন লোগো। এই লোগোতে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী রিকশা চিত্রকলার ছোঁয়া ও আধুনিক শিল্পশৈলীর এক মনোমুগ্ধকর সংমিশ্রণ। এবারের থিম ঘোষণা করা হয়েছে ‘লাটিম’, যা শৈশবের খেলার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং সে সময়ের চঞ্চল আনন্দের চেতনাকে ধারণ করতেই নির্ধারণ করে হয়েছে এই থিম।

উৎসবের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ডিন এম. সুমন রহমান, ডিআইএমএফএফের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, নির্মাতা আদনান আল রাজীব এবং আশফাক নিপুণ।

অধ্যাপক সুমন রহমান বলেন, ‘ছাত্র-নেতৃত্বাধীন এই উৎসবটি তার ১২তম আসরে পদার্পণ করেছে, এর উদ্দীপনা, সৃজনশীলতা ও স্বাধীনতা আমাকে বিস্মিত করেছে।’
উৎসবের এক পর্যায়ে জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণের উপস্থিতিতে প্রদর্শিত হয় তার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জিম্মি’ ।

এ সময় তিনি বলেন, ‘তোমরা শুধু একটি মোবাইল ফোন দিয়ে যা বানিয়েছো, তা যেন একরকম জাদু। আমি হিংসা করি তোমাদের এই স্বতঃস্ফূর্ততা আর সৃজনশীল সাহসকে। ডিআইএমএফএফ সত্যিই দারুণ একটি প্ল্যাটফর্ম।’
এবারে ১২তম আসরটি সঞ্চালনা করেন ডিআইএমএফএফের উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন এবং প্রশিক্ষক ফরহাদ হোসেন ফাহাদ।

এই বছর ডিআইএমএফএফে ছয়টি বৈচিত্র্যময় বিভাগে চলচ্চিত্র জমা নেওয়া হচ্ছে এবং এ বছর থেকে আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে, যা পর্দার পিছনের সেরা ক্রু সদস্যদের স্বীকৃতি দেওয়ার জন্য চালু করা হয়েছে।

ডিআইএমএফএফে চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর, ২০২৫। চলচ্চিত্র নির্মাতারা তাদের চলচ্চিত্র www.filmfreeway.com/DIMFF ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত