Homeবিনোদনব্রাইডাল শুটে অপু বিশ্বাস | কালবেলা

ব্রাইডাল শুটে অপু বিশ্বাস | কালবেলা


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলছে বিয়ের মৌসুম, এরই মধ্যে তিনি অংশ নিয়েছেন একটি ব্রাইডাল ফটোশুটে। যেখানে মায়াবী গর্জিয়াস বিয়ের সাজে নজর কাড়েন এ নায়িকা।

যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফস্টাইল লাউঞ্জ ব্রাইডাল মেকআপ লঞ্চ করতে যাচ্ছে। এ উপলক্ষে একটা ওভিসির কাজ সম্পন্ন করেছে ভোগ লাইফস্টাইল লাউঞ্জ। এতে মডেল ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, মিমি ও লাবণ্য। ওভিসিটি ৩১ ডিসেম্বর ২০২৪ ভিজুয়ালাইজ করা হবে।

স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেন যথাক্রমে মাহফুজ কাদেরি, সাইদ শাহিউর হুসাইন, মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল। এই ওভিসিতে পার্ল কিন্ডম এবং জেভার বাই আরোহি ব্র্যান্ডের স্বর্ণালঙ্কার এবং জেকে ফরেন ব্র্যান্ডের জামা পরিধান করে শুটিংয়ে অংশ নেন মডেলরা।

উল্লেখ্য, ভোগ লাইফস্টাইল লাউঞ্জ প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি। এটি স্পা, পেডিকিউর, মেনিকিউর, ফেসিয়াল, হেয়ারকাট এবং হেয়ার কালারসহ বিভন্ন সেবা দিয়ে থাকে। ইতোমধ্যে এটা কাস্টমারদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত