Homeবিনোদনবিদেশ সফরে জংলি | কালবেলা

বিদেশ সফরে জংলি | কালবেলা


এবারের ঈদের অন্যতম দর্শকপ্রিয় সিনেমা ‘জংলি’। এম রাহিম পরিচালিত এই ছবির গল্প দর্শকের হৃদয় জয় করেছে। যার ফলে ঈদের তৃতীয় সপ্তাহেও এটি সফলতার সঙ্গে দেশের প্রেক্ষাগৃহে। এই সফলতা বজায় রাখতে সিনেমাটি এবার বিদেশ সফরে যাচ্ছে।

‘জংলি’-এর বিদেশে মুক্তির বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, ২৫ এপ্রিল থেকে ১১টি দেশে মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমা। তবে এখন পর্যন্ত কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাকি কোন পাঁচটি দেশে মুক্তি দেওয়া হবে, তা শিগগির নিশ্চিত করা হবে।

সিনেমাটি নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করে কালবেলাকে সিয়াম বলেন, “জংলি’ আমার ভালোবাসার একটি কাজ। এই সিনেমার জন্য আমি এবং পুরো টিম অসম্ভব পরিশ্রম করেছি। যার প্রতিদান হিসেবে দর্শক ঈদের এতদিন পরও সিনেমাটি সমানভাবে ভালোবেসে যাচ্ছেন। তাদের এমন সমর্থনে ঈদের এতদিন পরও হাউসফুল যাচ্ছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি প্রবাসী দর্শক দেখার সুযোগ পাবেন। আশা করছি দেশের বাইরেও সমান সফলতা ধরে রাখবে ছবিটি।”

ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ বাবা-মেয়ের গল্পে নির্মিত। সিনেমায় দেখানো হয়, এক যুবকের বাবা হয়ে ওঠার গল্প। জনি থেকে জংলি হয়ে ওঠা প্রথমার্ধে সেই চিরায়ত ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় ছিল আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা।

এদিকে ঈদের ১৩তম দিনে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। রাজধানীর সনি সিনেপ্লেক্সে এ আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে ছবির নায়ক-নায়িকাসহ শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন শবনম বুবলী ও দীঘি। আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত