Homeবিনোদনবদলে গেছেন শাহরুখ-সুহানার নতুন সিনেমার পরিচালক

বদলে গেছেন শাহরুখ-সুহানার নতুন সিনেমার পরিচালক


বলিউড বাদশাহ শাহরুখ খান। মেয়ে সুহানা খানকে নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। এটি সবারই জানা। নতুন খবর হচ্ছে পরিবর্তন হয়েছে সিনেমাটির নির্মাতা। সুজয় ঘোষের স্থানে নেওয়া হয়েছে সিদ্ধার্থ আনন্দকে। খবর : এনডিটিভি

শাহরুখ-সুহানার এই সিনেমার নাম ‘কিং’। যার শুটিংও শুরু হয়েছিল লন্ডনে। এর মধ্যেই আচমকাই পরিচালক সুজয় ঘোষকে বাদ দেওয়া হওয়াতে সিনেমাটি এবার নতুন করে নির্মাণের দায়িত্ব এসেছে সিদ্ধার্থের কাঁধে।

বলিউড গণমাধ্যম সূত্র জানায়, কিং ছবির পরিচালনার দায়িত্ব ছিলেন ‘কাহানি’খ্যাত পরিচালক সুজয় ঘোষকে দেওয়ার পর তার চিত্রনাট্য লেখার কাজ এগুতে থাকে। এমনকি অল্প-বিস্তর শুটিংও নাকি করেছিল শাহরুখ অ্যান্ড টিম। কিন্তু আপাতত পুরোনো প্ল্যান বাতিল করো হয়েছে।

এদিকে সুজয়কে বাতিলের পর সিদ্ধার্থ এ ছবির শুটিংয়ের জন্য রেকি করতে শুরু করেছেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মার্চে এ ছবির নতুন করে শুটিং শুরু হবে। তবে হঠাৎ কেন এই পরিচালক বদল, তা স্পষ্ট করেননি শাহরুখ খানের টিম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত