নব্বইয়ের দশকের শুরুতে ‘চার্মিং বউ’ অ্যালবামের ‘কি ছিলে আমার’ শিরোনামের গানটি বদলে দিয়েছিল মনি কিশোরের জীবন। পরে ওমর সানী ও শাবনূর অভিনীত ‘কে অপরাধী’ সিনেমাতেও ব্যবহৃত হয়েছিল গানটি। তবে সিনেমার চেয়ে অডিও অ্যালবামেই বেশি মনোযোগী ছিলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর ৩০টির বেশি অ্যালবাম। সেই মনি কিশোর অভিমানে দূরে সরে গিয়েছিলেন গান থেকে। সংগীতের কারও সঙ্গে যোগাযোগও করতেন না। বিস্তারিত