Homeবিনোদননাটক, সিনেমা প্রযোজনা করবেন বুবলী

নাটক, সিনেমা প্রযোজনা করবেন বুবলী


২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন শবনম বুবলী। ক্যারিয়ারের ৯ বছরের মাথায় নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। নাম লেখালেন প্রযোজনায়। গতকাল নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। তাঁর প্রতিষ্ঠানের নাম বিগ প্রোডাকশন।

বিগ প্রোডাকশন থেকে তৈরি হবে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য, মিউজিক ভিডিও। শুরু হবে নাটক দিয়ে। যেটি নির্মিত হবে আগামী কোরবানির ঈদকে কেন্দ্র করে। সিনেমার ঘোষণা আসবে আগামী বছর। গতকাল এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বুবলী।

বুবলী বলেন, ‘প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রোডাকশন হাউসের সিনেমায় অভিনয় করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বিগ প্রোডাকশনের ভাবনা। এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক মেধাবী ও অভিজ্ঞ মানুষ যুক্ত হচ্ছেন। আমি সব সময় মানসম্পন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। প্রযোজক হিসেবেও চাইব ভালো কাজ উপহার দিতে।’

বুবলীর প্রযোজিত কাজগুলোতে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীরা তো থাকবেনই। নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে তাঁর। বুবলী বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়তো ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’

বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’

অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন বুবলী। কয়েক বছরের মতো এবার রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। ‘পিনিক’ ও ‘জংলি’ সিনেমা দুটির ঘোষণা এসেছে এরই মধ্যে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত