দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরেও নানা পেশায় জড়িত আছেন তিনি। কাজ করেন বিভিন্ন পণ্যের প্রচারণায়ও। সেই ধারাবাহিকতায় এবার দেশের সুপ্রতিষ্ঠিত জুয়েলারি ব্র্যান্ড আমিন জুয়েলার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এ তারকা। এর আগেও বিভিন্ন পণ্য ও সামাজিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছেন এই অভিনেত্রী।
জয়া সম্প্রতি ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। তাকে সর্বশেষ দেখা গেছে ‘বাগান বিলাস’ মিউজিক ভিডিওতে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। এটি মূলত প্রীতম ও এলিটারই গান। এ ছাড়া বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওডিসি’ সিনেমা। এ ছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।