Homeবিনোদনছেলে কোন স্কুলে পড়ে জানেন না আমির, বললেন কিরণ রাও

ছেলে কোন স্কুলে পড়ে জানেন না আমির, বললেন কিরণ রাও


সাবেক স্ত্রী হলেও আমির খানের সঙ্গে এখনো বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পরিচালক কিরণ রাওয়ের। দুজনের সম্মতিতেই একসঙ্গে না থাকলেও, তাঁরা একসঙ্গে এখনো কাজ করেন। কিন্তু সেই বন্ধু আমিরকে নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কিরণ রাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খানকে একরকম দায়িত্বজ্ঞানহীন বলেই অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি কারিনা কাপুরের টক শোতে গিয়েছিলেন কিরণ রাও। সেখানেই আলাপচারিতার একপর্যায়ে সন্তানের প্রসঙ্গ টেনে কিরণ বলেন, ‘আমির খুবই ব্যস্ত বাবা। আমরা দুজনেই আজাদের সহ-অভিভাবক। কিন্তু বেশির ভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এ নিয়ে কিছু বললে আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না। আসলে বিচ্ছেদের পরেও তো আমরা একই সঙ্গে থাকি, তাই আমির ঠিক বুঝতে পারল না। আমির তো আজাদের খোঁজই রাখে না। এমনকি আমির জানেনই না আজাদ কোন স্কুলে পড়ে, কী পড়ছে।’

আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিরণ বলেন, ‘সম্পর্ক ব্যাপারটা খুবই ব্যক্তিগত। একেকজন একেক রকমভাবে দেখে। আমি আর আমির বরাবরই বন্ধুত্বকে সবার ওপরে রেখেছি। বিয়েটা টিকল না, সেই খারাপ লাগাটা নিয়ে থেকে কোনো লাভ নেই। তার থেকে ভালো, সম্পর্কের ভালো দিকগুলো নিয়ে থাকা। যে ভালো সময়গুলো কাটিয়েছেন একসঙ্গে সেটা নিয়ে থাকুন। এতে নিজেও ভালো থাকতে পারবেন, অন্যজনও ভালো থাকবেন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত