দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। ব্যান্ড ইন্ডাস্ট্রিতে ২০২৪ সালের ৬ জুন চার দশক পূর্ণ করেছে দলটি। সংগীতের সঙ্গে দীর্ঘ এই পথচলায় অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন টিপু-কমলরা। তাই স্মরণীয় এই সংগীত যাত্রাকে আরও স্মরণীয় করে রাখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রেও কনসার্ট করেছে ওয়ারফেজ। এবার ৪০ বছর উদযাপনে ওশেনিয়া মহাদেশ অস্ট্রেলিয়ায় তারা। সেখানে মাসব্যাপী করবে কনসার্ট।
অস্ট্রেলিয়া থেকে ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য, ড্রামার ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু কালবেলাকে বলেন, ‘দেশের বাইরে কনসার্ট করতে পারা আমাদের সবসময় আনন্দ দেয়। কারণ প্রবাসীদের সামনে গান গাইতে পারার আনন্দ বর্ণনা করা অসম্ভব। এ ছাড়া এর আগেও আমরা অস্ট্রেলিয়া কনসার্ট করেছি। তবে এবারের ট্যুর স্পেশাল। কারণ হচ্ছে ব্যান্ড ইন্ডাস্ট্রিতে আমাদের ৪০ বছর উদযাপন করা হবে এখানে। এর আগে আমেরিকাতে করেছি। আমাদের কনসার্ট শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি (গতকাল) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে প্রথম কনসার্টের মধ্য দিয়ে। এরপর সেখান থেকে ভিক্টোরিয়া রাজ্যের বৃহৎ শহর মেলবোর্নে ৮ ফেব্রুয়ারি পারফর্ম করব। ১৫ ফেব্রুয়ারি তৃতীয় কনসার্ট অনুষ্ঠিত হবে নিউ সাউথ ওয়েলসের শহর সিডনিতে। পরদিন ১৬ ফেব্রুয়ারি ব্যান্ড সদস্যরা ছুটে যাবেন কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেনে। এরপর এই সফরের শেষ কনসার্ট হবে ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। এর মধ্যে ব্যান্ডের পুরোনো সদস্য বেজ গিটারিস্ট ও কণ্ঠশিল্পী ভাবনা করিম অংশ নেবেন মেলবোর্ন ও সিডনিতে আয়োজিত দুই কনসার্টে। বাকি কনসার্টগুলোয় ব্যান্ডের নিয়মিত সদস্যরা থাকবেন। আশা করছি খুব স্মরণীয় একটি সফর হবে এবার।’ এ সময় টিপু আরও জানান, চার দশক পূর্তি উপলক্ষে ওয়ারফেজ তাদের ভক্তদের জন্য দেশেও বড় পরিসরে ব্যান্ডের রিইউনিয়নের কনসার্ট করার পরিকল্পনা করেছে। এ ছাড়া নতুন গান নিয়েও কাজ করছে দলটি।
ওয়ারফেজের বর্তমান লাইনআপ: শেখ মনিরুল আলম টিপু (দলনেতা, ড্রামস), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল),নাঈম হক রজার (বেজ),
শামস (কি-বোর্ড), সামির হাফিজ (লিড গিটার) ও সৌমেন দাস (লিড গিটার)।