মুদাসসার আজিজের পরিচালনায় আসন্ন কমেডি সিনেমা ‘মেরে হাজবেন্ড কি বিবি’তে নতুন রূপে পর্দায় ফিরছেন রাকুল প্রীত সিং।
কমেডি ঘরানার এই সিনেমায় অর্জুন কাপুরের বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছেন বলিউডের এই সুন্দরী, যা সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্রটির ট্রেলারে দেখা যায়। খবর: পিঙ্কভিলা
৩ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটি দিল্লির প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি হাস্যকর এবং হৃদয়স্পর্শী আধুনিক প্রেমের গল্প বলার চেষ্টা করে।
ট্রেলারে ৩টি চরিত্রের একটি হাস্যকর পরিচয় দিয়ে শুরু হয়, যেখানে ভূমিকে প্রাক্তনপত্নী, রাকুলকে হবু-পত্নী এবং অর্জুন কাপুরকে বরের চরিত্রে দেখা যায়। এর মধ্যে ডিভোর্স হয়ে যায় অর্জুন আর ভূমির। কিন্তু এদিকে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া রোগে পাঁচ বছরের স্মৃতি ভুলে যান ভূমি। শুধু মনে আছে, অর্জুনের প্রপোজ করার কথা। আর তখন একটি সমস্যা হয়ে দাঁড়ায়, যখন অর্জুন আবার রাকুলকে বিয়ে করতে যান। এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি।
এই ছবিতে রাকুলের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন কাপুর, ভূমি পেড়নেকর, শক্তি কাপুরসহ আরও অনেকে। চলচ্চিত্রটি চলতি বছরের ২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এবং পরবর্তী সময়ে এটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাবে।
রাকুলকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান ২’ দক্ষিণী সিনেমায়। এস শঙ্করের পরিচালনায় নির্মিত এই সিনেমায় তার পাশাপাশি অভিনয় করেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ এবং কামাল হাসানসহ আরও অনেকে।