Homeবিনোদনকবি হেলাল হাফিজকে উৎসর্গ করে নাটক

কবি হেলাল হাফিজকে উৎসর্গ করে নাটক


সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজকে উৎসর্গ করে নাটক নির্মাণ করেছেন রুবেল আনুশ। নাটকের নাম ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’, লিখেছেন আব্রাহাম তামিম। অভিনয়ে জুনায়েদ আহমেদ বোগদাদী ও তন্নি মাহমুদ তৃণা। হেলাল হাফিজের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, মফস্বলের এক তরুণ কবি নীরা নামের এক তরুণীর প্রেমে পড়ে।

নীরাকে নিয়েই লেখা হতে থাকে তার সব কবিতা। তবে তাদের এ প্রেম পূর্ণতা পায় না। নীরার বিয়ে হয় ঢাকায়, কবিও ঢাকায় এসে পুরোদমে সাহিত্যচর্চা চালিয়ে যেতে থাকে। একসময় তার কবিতার বই বের হয়, যে বইয়ের সব কবিতা নীরাকে নিয়ে লেখা। বইটি পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে নীরা। ভালোবাসা দিবস উপলক্ষে কি যেন ভুলতে চেয়েছিলাম নাটকটি প্রকাশ পেয়েছে গ্লোবাল টিভি অনলাইন নামের ইউটিউব চ্যানেলে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত