Homeবিনোদনঈদে মাহিরার ‘লাভ গুরু’ | কালবেলা

ঈদে মাহিরার ‘লাভ গুরু’ | কালবেলা


পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। কাজের মাধ্যমে তিনি এখন দেশটির গ্লোবাল তারকা। কাজ ছাড়াও নানা সময় ব্যক্তিজীবন নিয়ে তিনি থাকেন আলোচনায়। তবে এবার নতুন সিনেমার খবর দিয়ে সংবাদের শিরোনাম হলেন মাহিরা। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা। নাম ‘লাভ গুরু’।

আরব নিউজের সূত্রে জানা যায়, এ সিনেমার কাজ ২০২৪ সালের শেষের দিকে শুরু করেন পাকিস্তানি এ সুপারস্টার। যার কাজ এখনো চলমান।

পাকিস্তান ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে এর শুটিং হবে। সিনেমায় মাহিরা পাকিস্তানের আরেক তারকা হুমায়ুন সাঈদের বিপরীতে অভিনয় করবেন।

সিনেমার লন্ডন অংশের শুটিং সম্পন্ন করে মাহিরা সম্প্রতি পাকিস্তানে এসেছেন। এরপর দেশটির একটি সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা নিয়ে বললেন, “লন্ডনে আমাদের ‘লাভ গুরু’ সিনেমার শুটিং চলাকালে দর্শকের অসম্ভব ভালোবাসা পেয়েছি। অনেকে নিজে থেকে সিনেমাটি নিয়ে আমাদের কাছ থেকে আপডেট নিয়েছে। তারা এতটাই উচ্ছ্বাস দেখিয়েছে যে, এটি কবে মুক্তি পাবে তাও আগ্রহ নিয়ে জানতে চায়। তাই আশা করি ঈদে সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাব।”

‘লাভ গুরু’ সিনেমাটি পরিচালনা করছেন নাদিম বেগ। সিনেমায় মাহিরা ছাড়াও আরও আছেন পোলিশ অভিনেত্রী নাতালিয়া জানোসজেক, রামসা খান, মারিনা খান, আহমেদ আলি খানের মতো তারকা।

পাকিস্তানের জনপ্রিয় এ অভিনেত্রী শাহরুখ খানের বিপরীতে ২০১৭ সালে ‘রইস’ সিনেমায় অভিনয়ের পর ভারতেই জনপ্রিয়তা পান।

অবশ্য রাজনৈতিক কারণে এরপর আর বলিউডের সিনেমায় দেখা যায়নি তাকে। তবে ব্যস্ততা আছে পাকিস্তানি ইন্ডাস্ট্রিতে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত