দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘বরবাদ’র। এবার দেশের বাইরে ইতালির রোম শহরে মুক্তি পেল সিনেমাটি। সেখানে প্রবাসী দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যায়।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, ‘বরবাদ’ দেখতে রীতিমতো জনস্রোতের তৈরি হয়েছে। সেসব ছবি ও ভিডিওতে দেখা প্রথমবার মনে হবে, ঢাকার কোনো সিঙ্গেল স্ক্রিনের সামনে চিত্র! কিন্তু তা নয়, প্রবাসীরা প্রথমদিনই হুমড়ি খেয়ে উপভোগ করেন ‘বরবাদ’।
২০ এপ্রিল ডিসট্রিবিউশন কোম্পানি এপি এন্টারটেন্টমেন্ট রোমে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এরপর রোমে বসবাসকারী দর্শকরা ছবিটি উপভোগ করেন।
প্রযোজক শাহরিন আক্তার সুমী বলেন, মুক্তির শো হাউজফুল গেছে। আজকেও শো রয়েছে। অগ্রিম টিকিটে হাউজফুল হয়ে গেছে। ভেসিনে শো রয়েছে সেগুলো আগেই হাউজফুল হয়ে গেছে। মিলানে মুক্তি দেওয়ার কথা চলছে। সবমিলিয়ে দেশের মতো বিদেশেও ভালো রেসপন্স।
প্রযোজক বলেন, ডিসট্রিবিউটরদের সঙ্গে আলাপ হয়েছে। তারা জানিয়েছেন, দর্শকদের এত চাপ যে আগামীতে আরও শো বাড়ানো হচ্ছে।
ইতালির পাশাপাশি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএর পরিবেশনায় যুক্তরাষ্ট্র ও কানাডাতেও চলছে বরবাদ। স্টার সানডে হওয়ার পরও দর্শকদের চাপে দুটি দেশের বাঙালি অধ্যুষিত অঞ্চলের থিয়েটারগুলো দুটি শো বাড়িয়ে চারটি করে দেওয়া হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি এপ্রিলে ‘বরবাদ’ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে মুক্তি যেতে যাচ্ছে।
ঈদের মুক্তির ২২তম দিনে এসেও রমরমা চলছে বরবাদ। সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ শো নিয়ে চলছে। মুক্তির ২০ দিনে ৫০ কোটি ৮২ লাখ টাকার গ্রস কালেকশন হয়েছে এই ছবিটি, জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।