Homeবিনোদনআসছে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ | কালবেলা

আসছে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’ | কালবেলা


কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। একযুগ পর তার ২০১২ সালে মুক্তি পাওয়া ‘হেমলক সোসাইটি’-এর সিক্যুয়েল আনতে যাচ্ছেন। নাম ‘কিলবিল সোসাইটি’। এবারের সিনেমাতেও প্রধান চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে পরিবর্তন এসেছে কোয়েল মল্লিকের চরিত্রে। তার জায়গায় এবার দেখা যাবে কৌশানি মুখার্জিকে।

রবিবার (২ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয় কিলবিল সোসাইটির পোস্টার। যা সৃজিতের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায় একটি বন্দুক, তার থেকে গুলি বেরিয়ে লেখা ‘শ্যুটিং শুরু হচ্ছে শিগগিরই।’ সঙ্গে হেমলক সোসাইটির জনপ্রিয় গান জল ফড়িংসহ এখন অনেক রাত লেখা। পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে এ নির্মাতা লিখেছেন, ‘সাবধান! সাবধান! সাবধান!, হেমলক সোসাইটির ১৩ বছর পর ফেরত এলো… ‘কিলবিল সোসাইট’। ‘শ্যুটিং শুরু হচ্ছে শিগগিরই।’

সৃজিতের পরিচালনায় পরমব্রত ও কৌশানি ছাড়াও এই সিনেমায় আরও আছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন। এর সংগীত পরিচালনায় আছেন অনুপম রায় ও রণজয় ভট্টাচার্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত