বলিউড অভিনেতা প্রতীক বাব্বর। আসন্ন ভালোবাসা দিবসে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। কনে কানাডিয়ান বংশোদ্ভূত ভারতীয় মডেল-অভিনেত্রী প্রিয়া ব্যানার্জী। খবর : বলিউড হাঙ্গামা
গণমাধ্যমটির সূত্রে জানা যায় প্রতীক ও প্রিয়া ২০২৩ সালের নভেম্বরে তাদের বাগদান সম্পন্ন করেন। এবার ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন তারা।
বলিউড অভিনেতা প্রতীক বাব্বর ও মডেল-অভিনেত্রী প্রিয়া ব্যানার্জী।
বিয়েতে অতিথি তালিকায় থাকবে কেবলমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা। বিয়ের অনুষ্ঠানটি হবে প্রতীকের বান্দ্রার বাড়িতে।
প্রতীকের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৯ সালে নির্মাতা সানিয়া সাগরকে বিয়ে করেন এই নায়ক। তবে ২০২০ সালে মাত্র একবছর পরই তাদের বিয়ে ভেঙে যায়। এবার নতুন করে আবারও সংসার জীবন শুরু করতে যাচ্ছেন তিনি।