Homeবিনোদনআজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন

আজ শেষ হচ্ছে প্রাচ্যনাটের মাসব্যাপী আয়োজন


২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বেলা ৩টায় থাকছে শিশুদের জন্য নাটক, পাপেট শো, ক্র্যাফট মেকিং ওয়ার্কশপ। অংশগ্রহণে বটতলা, জলছবি, জলপুতুল পাপেটস। বিকেল ৫টায় চিত্রশালার লবিতে রয়েছে প্রাচ্যনাটের পরিবেশনায় লাঠিখেলা। সন্ধ্যা ৬টায় থাকছে নৃত্যায়োজন ‘সৃজনে সংগ্রামে ২৯’, পরিবেশনায় প্রাচ্যনাট কোরিওগ্রাফি টিম।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে সংগীতায়োজন প্রাচ্যনাটের নাটকের গান ‘ফুল পাখি ও নদীর গান’। পরিবেশনায় প্রাচ্যনাট। এরপরে ‘প্রাণের মানুষের গান’ শিরোনামে সংগীতানুষ্ঠানে গান শোনাবে গানের দল জলের গান, সর্বনাম ও বটতলা। এ ছাড়া দিনব্যাপী থাকছে শিল্পকর্ম ও নাটকের আলোকচিত্র প্রদর্শনী।

নব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন নাট্যদল প্রাচ্যনাট। দলের নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তখন থেকে নাট্যদলটি যেমন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি বিভিন্ন ওয়ার্কশপ ও প্রশিক্ষণের মাধ্যমে নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত