‘ইতিহাস’খ্যাত নায়িকা রত্না কবির এবার অনলাইনে কাজের নতুন সম্ভাবনা দেখছেন। তিনি মনে করেন, বর্তমান সময়ের তুলনায় অনলাইনে কাজের সুযোগ বেশি, তাই তিনি এ মাধ্যমে নতুন কিছু করার পরিকল্পনা নিয়েছেন।
রত্না কবির কালবেলাকে বলেন, ‘আমি সিনেমা মানের নাটক নিয়ে কাজ করছি। সিনেমার আর্টিস্টদের নিয়েই এ কাজ শুরু করেছি, কারণ বর্তমানে সিনেমার চাইতে অনলাইনেই কাজের সুযোগ বেশি। সেই কারণেই, আমি ওটিটির দিকেই এগিয়ে যাচ্ছি এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে এই কাজ প্রচার করব।’
শিল্পীদের কাজের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন, যারা কাজ পাচ্ছেন না। দেখা যায়, যাদের কাজ আছে, তাদেরই সবাই ডাকছে, বাকিরা উপেক্ষিত থেকে যাচ্ছেন। এতে করে অনেক শিল্পী বেকার হয়ে যাচ্ছেন। আমি চাচ্ছি, পরিচিতদের সঙ্গে নতুন এবং মেধাবী শিল্পীদের সুযোগ করে দিতে। আমাদের দেশের শিল্পীরা যাতে কাজের অভাবে না ভোগে, সেজন্য আমি উদ্যোগ নিয়েছি।’
বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোর বর্তমান অবস্থা নিয়েও তিনি মন্তব্য করেন। ‘আমরা দেখি, ইউটিউবে অনেক অপরিচিত মানুষ কাজ করছেন এবং তাদের ভিডিওগুলো দর্শকরা গ্রহণ করছেন। তাহলে আমাদের চলচ্চিত্রের অভিজ্ঞ ও মেধাবী শিল্পীরা কেন এই প্ল্যাটফর্মে নিয়মিত কাজ পাবেন না? তাদের জন্য আমাদের উদ্যোগী হওয়া উচিত। আমি চেষ্টা করছি, যাতে তাদের সঙ্গে কাজ করে এগিয়ে যেতে পারি।’
রত্না আরও বলেন, ‘শিল্পীরা আমাদের সম্পদ। আমরা হয়তো ঈদ ও নির্বাচনের সময় তাদের সাহায্য করি, কিন্তু তাদের টিকে থাকার জন্য নিয়মিত কাজের ব্যবস্থা করা প্রয়োজন। আমি আমার কাজের মাধ্যমে এ উদ্যোগকে বাস্তবে রূপ দিতে চাই।’
রত্না কবিরের এই উদ্যোগ দেশের ওটিটি প্ল্যাটফর্মের
জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকে। শিল্পীদের নতুন করে কাজের সুযোগ করে দেওয়ার এ প্রচেষ্টা সফল হলে, তা সামগ্রিকভাবে বাংলাদেশের বিনোদন জগতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।