Homeবিনোদনঅদ্ভুতদের জয় হোক | কালবেলা

অদ্ভুতদের জয় হোক | কালবেলা


প্রথমবারের মতো একক কনসার্ট করেছে ব্যান্ড অর্থহীন। ‘অর্থহীন ২০৭৭: অ্যা সাইবারপাঙ্ক ওডিসি’ শীর্ষক কনসার্টটি শনিবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হয়। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে এটি সাজানো হয়। তবে এটি শুধুই একটি কনসার্ট ছিল না, এটি দলটির জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল, যেখানে সংগীত, প্রযুক্তি ও বিদ্রোহ একই সূত্রে গাঁথা রেখে শ্রোতাদের সামনে গান পরিবেশন করা হয়।

কনসার্টটি শুরু হয় সন্ধ্যা ৬টার একটু পর। এর মধ্যেই স্টেজের সামনে উপস্থিত হতে থাকেন শ্রোতারা। এরপর মঞ্চে আসে ব্যান্ড অর্থহীন। মুহূর্তেই শুরু হয় চিৎকার। তারপর দল প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন; যিনি শ্রোতাদের কাছে ‘বেজ বাবা’ সুমন সবার সামনে ব্যান্ডের নতুন সদস্য এহতেশাম আলী মঈনকে পরিচয় করিয়ে দেন। এরপর শ্রোতাদের উপস্থিতি দেখে সুমন বলেন ‘হট এ ক্রাউড, লাভ ইউ অল, অদ্ভুতদের জয় হোক।’

তারপর একে একে গাইতে থাকেন নিজেদের কালজয়ী সব গান। ব্যান্ডে বর্তমানে তিনজন সদস্য রয়েছেন। তারা হলেন সুমন (বেজ গিটার, ভোকাল), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত