Homeবিনোদনঅদিতিকে নিয়ে দ্বিধায় নির্মাতা | কালবেলা

অদিতিকে নিয়ে দ্বিধায় নির্মাতা | কালবেলা


মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘এক বদনাম আশ্রম সিজন ৩’ এর পার্ট ২। তবে এবারের পর্বে ববি দেওলের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী অদিতি সুধীর পোহানকর। এর আগের পর্বে অদিতিকে দেখা গেলেও এবারের পর্বে শক্তপোক্ত ভাবে পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। অডিশনে অদিতির প্রতিভা দেখার পরও সিরিজটির নির্মাতা প্রকাশ ঝা কিছুটা দ্বিধায় ছিলেন এ সুন্দরীকে নিয়ে।

ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে প্রকাশ জানান, অডিশনের সময় অদিতি পৌহানকরকে নিয়ে তার সন্দেহ ছিল। কারণ সিরিজটির প্রধান চরিত্র পাম্মি একজন কুস্তিগির, যার জন্য শক্তপোক্ত শরীরের দরকার ছিল, কিন্তু অদিতির গঠন তখন সেই মানের ছিল না। তিনি আরও জানান, তখন অভিনেত্রী তাকে আশ্বস্ত করেছিলেন যে, তিনি ওজন বাড়াবেন, কিন্তু এক মাস পর ফিরে এসে মাত্র ৭৫০ গ্রাম ওজন বাড়াতে পেরেছিলেন। তখন নির্মাতা তাকে স্পষ্টভাবে জানান, যদি তিনি প্রয়োজনীয় শারীরিক গঠন অর্জন না করতে পারেন, তবে তাকে চরিত্র থেকে বাদ দেওয়া হবে। তবে অদিতি হার মানেননি। ধীরে ধীরে তিনি প্রয়োজনীয় ওজন বাড়ান এবং শেষ পর্যন্ত অসাধারণ অভিনয় করেন। এরপর শুটিংয়ের বিষয়ে প্রকাশ বলেন, ‘অডিশনের সময় আমার যা অনুভূতি হয়েছিল, তা সত্যি প্রমাণিত হয়েছে। শুটিং শুরু হওয়ার পর অদিতি দুর্দান্ত অভিনয় করেছেন।’

জনপ্রিয় এই ওয়েব সিরিজটিতে বাবা নিরালার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, যিনি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। অভিনেতা ববির বিষয়ে প্রকাশ জানান, তিনি বরাবরই বিশ্বাস করেছেন যে, ববির মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে, যদিও তাকে ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তিনি আরও জানান, তিনি এমন একজন অভিনেতা খুঁজছিলেন, যার প্রতি দর্শকদের আস্থা থাকবে, এবং ববি দেওল সেই চরিত্রের জন্য উপযুক্ত ছিলেন। তিনি ববির কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং বলেন, তার পরিশ্রমের ফলেই চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে। এরই মধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। প্রকাশিত ট্রেলারে দেখা যায় এক প্রতারক, আশ্রমভিত্তিক ভারতীয় গডম্যানের ভালো কাজগুলোর আড়ালে চলে ভয়ংকর অপরাধ ও অপবিত্র কার্যকলাপ। এদিকে আইন ও কিছু সত্যসন্ধানী যোদ্ধা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তদন্ত চালায় এবং এভাবেই এগিয়ে যেতে থাকে সিরিজটির কাহিনি। ববি ও অদিতির পাশাপাশি এ সিরিজে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, দর্শন কুমার ও অনুরিতা ঝাসহ অনেকে। এই ড্রামা সিরিজটি মুক্তি পেতে চলেছে এ বছরের ২৭ ফেব্রুয়ারি অ্যামাজন এম এক্স প্লেয়ারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত