Homeদেশের গণমাধ্যমে৭ বছর পর ‘দায়মুক্তি’ | প্রথম আলো

৭ বছর পর ‘দায়মুক্তি’ | প্রথম আলো


আবুল হায়াতের সঙ্গে তাঁর জুটির প্রসঙ্গে দিলারা জামান বললেন ভাষ্যে এমন, ‘টেলিভিশনে যখন অভিনয়ে নিয়মিত হই, তখন থেকেই নাটকগুলোতে আমি একটু বয়স্ক চরিত্রে অভিনয় করতাম। দেখা যেত যারা আমার ছেলের চরিত্রে অভিনয় করত, বেশির ভাগই ছিল আমার সমবয়সী। আবুল হায়াত ভাইও একটি নাটকে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। প্যাকেজ নাটক শুরু হওয়ার পর হুমায়ূন আহমেদ ও ফেরদৌস হাসান আমাদের পরপর অনেক নাটকে নির্বাচন করে জুটি জনপ্রিয় করে তোলেন। অভিনেতা হিসেবে হায়াত ভাই কেমন, সেটা বলার অপেক্ষা রাখে না, সহকর্মী হিসেবেও উনি খুব ভালো একজন মানুষ। সে জন্যই এত বছর পরও তাঁর সঙ্গে কাজ করতে কোনো একঘেয়ে লাগে না, বরং স্বাচ্ছন্দ্য বোধ করি।’
‘দায়মুক্তি’ নিয়ে পরিচালক বদিউল আলম জানিয়েছেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত