বিশেষ কোনো একক ধারা নয়; বরং ২০২৪ সালে ফ্যাশনে ছিল মিশ্রধারা। কিছু পোশাকের ট্রেন্ড আগের বছর দেখা গেলেও ২০২৪ সালে সেগুলো জনপ্রিয় হয়ে ওঠে।
পাশাপাশি আলোচনায় ছিল জেন–জিদের পোশাক, স্ট্রিট মার্কেটে কেনাকাটা ও জামদানি দিয়ে তৈরি ভিন্ন পোশাক। কোটা, টাঙ্গাইল শাড়িও ট্রেন্ডে ছিল।