Homeদেশের গণমাধ্যমেহাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠির জবাব এখনো আসেনি : পররাষ্ট্র উপদেষ্টা

হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠির জবাব এখনো আসেনি : পররাষ্ট্র উপদেষ্টা


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

শেখ হাসিনার নয়াদিল্লির ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমিও মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। আমরা এ বিষয়ে কী করতে পারি?’

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য পাঠানো চিঠির কোনো জবাব পাওয়া গেছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে ফেরত আনার জন্য ভারতে পাঠানো চিঠির কোনো জবাব আমরা এখনো পাইনি।’

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ।

২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার উৎখাত হয়। এর পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত