হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাহিম মিয়া ওরফে নাঈম (২৭) নামে কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিল্প এলাকা অলিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাঈম অলিপুর এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে। তিনি এলাকায় পেশাদার খুনি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এছাড়া হত্যার অভিযোগসহ ৭টি মামলা রয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ জানান, নাঈম একজন কুখ্যাত চোর, ডাকাত এবং ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। সে প্রাণসহ বিভিন্ন কোম্পানির তামার তার চুরি করে অলিপুরের মতো জায়গায় জমি ক্রয় করেছে। সেখানে বিল্ডিংও করেছে।
স্থানীয়রা জানান, নাঈম লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা। কয়েক বছর পূর্বে অলিপুর এলাকায় গিয়ে চুরি-ছিনতাই শুরু করে। প্রথমে ছোটখাটো চুরি ছিনতাই করতো। এক পর্যায়ে দুর্ধর্ষ ডাকাতে হয়ে ওঠে। এলাকার লোকজন তার ভয়ে তটস্থ থাকতেন। ক্রমান্বয়ে সে একজন পেশাদার খুনি হিসেবে প্রতিষ্ঠিত হয়। মাত্র ৫-১০ হাজার টাকার জন্যও মানুষকে খুন করতে সে দ্বিধা করতো না।
তারা আরও জানান, বিভিন্ন কোম্পানিতে চুরি, কর্মকর্তা, কর্মচারীদের মোবাইল ফোন, টাকা ছিনতাই নাঈমের নিত্যদিনের কাজ ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এখন সে গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম