Homeদেশের গণমাধ্যমে‘সেরা ১০০ সেন্ট্রালিয়ান’ বইয়ের মোড়ক উন্মোচন

‘সেরা ১০০ সেন্ট্রালিয়ান’ বইয়ের মোড়ক উন্মোচন


অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে সাংবাদিক, লেখক, কবি ও গীতিকার কাজী ইমরুল কবীর সুমন সম্পাদিত ‘সেরা ১০০ সেন্ট্রালিয়ান’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। ২৭ ফেব্রুয়ারি জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, বাংলাদেশের সাবেক দ্রুততম মানবী এবং মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ১৯৬৭ ব্যাচের শিক্ষার্থী রওশন আখতার ছবি বইটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় নেপালের কাঠমুণ্ডু সাফ গেমস জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু ও মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থী আবু ফয়সাল আহমেদ, ১৯৮৩ ব্যাচের কবি শাহনাজ পারভীন মিতা, সৈয়দা শাহিনা হায়দার, হিসান খাতিব খান বাবু, মাকসুদ হোসেন, মাহিন খান রাজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ইমরুল সুমন জানান, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় সব তথ্য পাওয়া যাবে বইটিতে। সেই সঙ্গে এ স্কুলের বরেণ্য ১০০ গুণী প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, কণ্ঠশিল্পী, প্রকৌশলী, চিকিৎসক, সংগঠক, খেলোয়াড়ের কথা পাওয়া যাবে এক মলাটে।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের যারা বিভিন্ন পেশায় থেকেও সাহিত্যচর্চায় জড়িত; তাদের প্রাধান্য দেওয়া হয়েছে ১০০ জনের তালিকায়। পূর্ব পাকিস্তানে অনেক প্রত্যাশা নিয়ে ১৯৫৮ সালে সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের ক্লাস শুরু হয়। প্রতিষ্ঠার মাত্র ৪ বছরের মাথায় প্রবেশিকা পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দু’টি স্থান দখল করে নেয় স্কুলটি। প্রতিষ্ঠালগ্ন থেকে অনেকেই স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাদের কৃতিত্বের মাধ্যমেই স্কুলটির খ্যাতি সারাদেশে ছড়িয়েছে।

সাংবাদিক, গবেষক ও লেখক কাজী ইমরুল কবীর সুমন মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের আলোচিত, বরেণ্য, মেধাবী, নিজ নিজ ক্ষেত্রে সাফল্য পাওয়া একশ প্রাক্তন শিক্ষার্থী লেখককে এক মলাটে যুক্ত করেছেন ‘সেরা ১০০ সেন্ট্রালিয়ান’ বইয়ের মাধ্যমে। তাদের লেখায় এ দেশের কথাসাহিত্য নতুনত্ব পেয়েছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম, ২০২৪ সালের জুলাই বিপ্লব এ স্কুলের শিক্ষার্থীদের লেখায় বইতে ঠাঁই পেয়েছে। স্কুলের মাঠ রক্ষার চলমান আন্দোলন নিয়েও আলোকপাত করা হয়েছে বইটিতে। নতুন প্রজন্মের কাছে স্কুলের সেরাদের পরিচিত করে দেওয়ার জন্যই তাদের এ সামান্য প্রচেষ্টা।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত