সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের কয়েক শ বিমান হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সঙ্গে দেশটিতে হামলা চালানো বন্ধ করতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, সিরিয়াজুড়ে সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি।
এ দিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলার পক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী সম্ভাব্য হুমকিগুলো ‘থামানোর’ চেষ্টা করছে।