গত মাসে মুম্বাইয়ে নিজের বাড়িতেই হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। অস্ত্রোপচার শেষে অভিনেতা বাড়িতে ফিরেছেন, তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলার ঘটনা নিয়ে তদন্ত চলমান। জানেন কি, এর আগেও সাইফের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল। একটি ওয়েব সিরিজকে কেন্দ্র করে শুরু হয় তুমুল বিতর্ক। সেই বিতর্ক এতটাই প্রবল ছিল যে সাইফের নিরাপত্তাও শঙ্কায় পড়ে।
২০২১ সালের ১৫ জানুয়ারি মুক্তি পায় ওয়েব সিরিজ ‘তাণ্ডব’। আলী আব্বাস জাফরের ৯ পর্বের এই রাজনৈতিক থ্রিলার নিয়ে মুক্তির আগেই বিতর্ক তৈরি হয়। সুনীল গ্রোভার, তিগমাংশু ধুলিয়া, ডিম্পল কাপাডিয়া, জিশান আইয়ুবের সঙ্গে সিরিজের মূল চরিত্রে ছিলেন সাইফ আলী খান।