বেসরকারি সিটি ব্যাংক চলতি বছরের প্রথম ৯ মাস জানুয়ারি-সেপ্টেম্বরে ১ হাজার ৬৫৩ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে। গত বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৯৩২ কোটি টাকা। এক বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ৭২১ কোটি টাকা বা ৭৭ শতাংশ। তবে পরিচালন মুনাফায় বড় প্রবৃদ্ধি হলেও কর ও ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং বাবদ অর্থ সংরক্ষণের পর তাদের প্রকৃত মুনাফা কিছুটা কমে গেছে।
সিটি ব্যাংক শেয়ারবাজারে চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের মুনাফার যে হিসাব দিয়েছে, তাতে কর ও ঋণের বিপরীতে সঞ্চিতির পর মুনাফা হয়েছে ৪৫১ কোটি টাকা; যা গত বছরের একই সময়ে ছিল ৩৪১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে মুনাফা বেড়েছে ১১০ কোটি টাকা বা ৩২ শতাংশের কিছু বেশি।