Homeদেশের গণমাধ্যমেসড়কের পাশে সাজানো শত শত প্লেট ইফতারি

সড়কের পাশে সাজানো শত শত প্লেট ইফতারি


সড়কের পাশে ফুটপাতে বেছানো ত্রিপল। সেখানে সাজানো শত শত প্লেট। যার মধ্যে দেওয়া বুট, মুড়ি, পেঁয়াজু, জিলাপি, বেগুনি। সঙ্গে পানি, সরবত ও জুস। আশপাশ থেকে পথচারী এবং রিকশাওয়ালা কিংবা দিনমজুররা আসছেন। এখানে বসেই ইফতারি করছেন। তবে এসবের জন্য এক টাকাও দিতে হচ্ছে না।

এভাবেই বিনামূল্যে পুরো রমজান জুড়েই এই ইফতারির আয়োজন করেছে ‘পটুয়াখালীবাসী’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। এ কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘ইফতার খানা’। পটুয়াখালী শহরের ঝাউতলা ফোরলেন সড়কের পাশের ফুটপাতে প্রতিদিন বিকেলে বসে এমন ইফতারির আয়োজন।

আসরের নামাজের পর থেকেই পথচারী ও অসহায় মানুষ জড়ো হন এখানে। ইফতারি করার পর এখানেই নামাজের ব্যবস্থা করা হয়। আর নামাজ পড়ানোর জন্য রয়েছে একজন ইমাম।

স্বেচ্ছাসেবকরা জানান, বিগত বছরগুলোতে এই ‘ইফতার খানা’র কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তবে এবার নির্বিঘ্নেই কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করছে।

‘পটুয়াখালীবাসী’র সভাপতি মাহমুদুল হাসান রায়হান বলেন, গত বছরেও আমরা ‘ইফতার খানা’র কার্যক্রম পরিচালনা করেছি। ওই বছরে আমাদের কাছে কিছু টাকা ছিল যা খরচ করতে পারিনি। এবার সেই টাকা দিয়ে প্রথম রমজান থেকে ‘ইফতার খানা’র কার্যক্রম শুরু করেছি। প্রতিদিন আমাদের ১০-১৫ হাজার টাকা খরচ হয়। এরই মধ্যে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। একেক দিন একেকজন ইফতারের খরচ বহন করছেন। আশা করছি সবার সহযোগিতায় পুরো রমজান জুড়েই এই কার্যক্রম চালু রাখা সম্ভব হবে।

পটুয়াখালী পৌরসভার প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা বলেন, ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে এখানে মুসুল্লিরা যাতে ওজু করতে পারেন সেজন্য পানির সংযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিনের ময়লা পরিষ্কারসহ যে কোনো প্রয়োজনে পৌরসভার স্টাফরা সহযোগিতা করছেন। এটি একটি মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রমকে আমরা স্বাগত জানাই।

আব্দুস সালাম আরিফ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত