কেনার সময়
ভালো মানের প্লাস্টিকপণ্য কিনুন। পানীয় রাখার জন্য এমন পাত্র বেছে নিন, যাতে বিসফেনল এ (বিপিএ, একটি রাসায়নিক যৌগ যা প্রাথমিকভাবে বিভিন্ন প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়) নেই। এ ছাড়া প্লাস্টিকপণ্যের গায়ে একটি সংখ্যা থাকে। একে বলা হয় রেজিন আইডেনটিফাই কোড। পণ্যের গায়ে এক থেকে সাত পর্যন্ত যেকোনো সংখ্যা দেখতে পেতে পারেন আপনি। পানীয় রাখার জন্য তিন, ছয় ও সাত লেখা পণ্য নেবেন না। কারণ, প্লাস্টিকের যে ধরন দিয়ে এই পণ্যগুলো তৈরি করা হয়, সেসব পুনর্ব্যবহারের জন্য তুলনামূলক বেশি অনিরাপদ। অন্য কোনো সংখ্যা লেখা থাকলে তা নিন।
ফেলে দেওয়ার সময়
যত প্লাস্টিকপণ্য আপনি ফেলে দেবেন, ততই পরিবেশের ক্ষতি হবে। আবার একটা নির্দিষ্ট সময় পর প্লাস্টিকপণ্য বাতিল না করেও তো উপায় নেই। তাই প্লাস্টিকপণ্যের বিকল্প খোঁজাই সবচেয়ে ভালো। বিকল্প না পেলে প্লাস্টিকপণ্য ব্যবহার শেষে তা অন্য কাজে লাগাতে পারেন। যেমন ব্যবহৃত একটি ফ্লাস্ক দিয়ে সুন্দর কলমদানি বা ছোট গাছের টব তৈরি করতে পারেন।