এই অধ্যাপক আরও জানান, যে শিশুরা ছোটবেলা থেকেই ঘরের কাজ করে, তারা বড় হয়ে ব্যর্থতা বা হতাশার মতো মানসিক অবস্থা সহজেই মোকাবিলা করতে পারে। যেসব কাজে সফলতা দেরিতে আসে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, সেখানেও তারা অন্যদের তুলনায় অধিক সফল। যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া, সময়ের কাজ সময়ে করা, কথা দিয়ে কথা রাখা, ডেডলাইনের ভেতর কাজ শেষ করা, পেশাজীবন ও ব্যক্তিজীবনে ভারসাম্য রাখা সহজ হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষতা আর লক্ষ্য অর্জনে সচেষ্ট তারা। এভাবেই জীবনে সফল আর সুখী হওয়ার ক্ষেত্রেও অন্যদের তুলনায় এগিয়ে।