Homeদেশের গণমাধ্যমে‘শাসন ক্ষমতার রূপান্তর ছাড়া দেশ বড় সংকটে পড়বে’

‘শাসন ক্ষমতার রূপান্তর ছাড়া দেশ বড় সংকটে পড়বে’


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, শাসন ক্ষমতার রূপান্তর ছাড়া দেশ বড় ধরনের সংকটের মধ্যে পড়বে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের একটি রেস্টুরেন্টে ১০ দফা দাবিতে জাতীয় সমাজ তান্ত্রিক দলের সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এত রক্তপাতের পর গুণগত পরিবর্তনের জন্য যে সরকার এখন ক্ষমতায় তাদের আমরা সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সেটি না হলে ঐক্যবদ্ধভাবে সংস্কারের জন্য সরকারকে চাপ দিতে হবে। ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে পুনরুদ্ধার করে নতুন করে গতি সৃষ্টির লক্ষ্যে সব শ্রম কর্ম ও পেশাজীবী মানুষ নিয়ে অংশীদ্বারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মত দেন তিনি। আজ বিকেল ৪টায় সোনাগাজী উপজেলা জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের উপজেলা আহ্বায়ক হাজি সুলতান আহমদ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন ফেনী জেলা জেএসডির সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু, কমরেড এমএ তাহের, মাহফুজুল হক, মোহাম্মদ মোস্তফা, এমএইচ জাহাঙ্গীর, তাজ উদ্দিন আজাদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত