Homeদেশের গণমাধ্যমেলেবানন থেকে মঙ্গলবার আরও ফিরবেন ৩০ বাংলাদে‌শি

লেবানন থেকে মঙ্গলবার আরও ফিরবেন ৩০ বাংলাদে‌শি


চতুর্থ দফায় আগামী রোববার (২৭ অক্টোবর) রাতে দেশের উদ্দেশে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে রওনা হবেন আরও ৩০ বাংলা‌দে‌শি। আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঢাকায় পৌঁছাবে তাদের বহন করা বিমানটি।

স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) রাতে লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়।

দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার চতুর্থ গ্রুপের ৩০ জন বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

তালিকায় থাকা ব্যক্তিদের রোববার বিকেল ৫টায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বৈরুত দূতাবাস।

লেবানন থেকে এখন পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফিরবেন আরও ৩০ জন। ফ্লাইটটি মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় জেদ্দা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত