Homeদেশের গণমাধ্যমেলিটনের প্রশংসায় পঞ্চমুখ সালাউদ্দিন | কালবেলা

লিটনের প্রশংসায় পঞ্চমুখ সালাউদ্দিন | কালবেলা


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অধিনায়ক লিটন দাসের জন্য এটি একটি মিশ্র অভিজ্ঞতা হয়ে রইল। যদিও তার নেতৃত্ব প্রশংসনীয় ছিল, ব্যাট হাতে তিনি আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে লিটনের সংগ্রহ মাত্র ১৪ রান। তবে ব্যাটিংয়ে ব্যর্থতা সত্ত্বেও তার অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সালাউদ্দিন ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে লিটনের নেতৃত্বের গুণাবলি তুলে ধরে বলেন, ‘অধিনায়ক হিসেবে লিটন অসাধারণ। আমরা যখন প্রথম তাকে কুমিল্লার অধিনায়ক করেছিলাম, তখন অনেকেই সমালোচনা করেছিলেন। তবে আমি সবসময় গভীর চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিই। একজন খেলোয়াড়ের খেলা সম্পর্কে ধারণা, দূরদর্শিতা, এবং পরিস্থিতি পড়ার ক্ষমতা বিবেচনা করেই তাকে অধিনায়ক বানানো হয়েছিল। আমার মতে, লিটনের মধ্যে সেই গুণাবলি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘লিটন খেলার সময় সাধারণত ৩-৪ ওভার আগে থেকেই পরিস্থিতি অনুমান করতে পারে। এটি একজন অধিনায়কের বড় গুণ। সে বুঝতে পারে কী ঘটছে এবং সামনের দুই ওভারে কী ঘটতে পারে। তার ফিল্ড সেটআপ ও বোলারদের ব্যবহার দেখুন—আমরা স্বল্প রান করেও দুইটি ম্যাচ জিতেছি। এগুলো তার নেতৃত্বের দক্ষতারই প্রমাণ।’

ব্যাট হাতে সাম্প্রতিক সময়ের ব্যর্থতা নিয়ে কোচ সালাউদ্দিন বলেন, ‘যেকোনো ব্যাটারের খারাপ সময় আসতে পারে। তবে টেকনিক্যাল কোনো ত্রুটি আমি লিটনের মধ্যে দেখছি না। আমার বিশ্বাস, সে দ্রুত এই পরিস্থিতি থেকে বের হয়ে আসবে। লিটন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার, সেটা যেকোনো ফরম্যাটেই হোক। তাই এটি নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই।’

তিনি আরও যোগ করেন, ‘যখন কোনো ব্যাটার রান করতে পারে না, তখন সেটা তার জন্য যেমন কষ্টের, আমাদের মতো কোচদের জন্যও সমান কষ্টের। তবে এই খারাপ সময় পেরোতে হলে মানসিকভাবে আরও কিছুটা রিল্যাক্স থাকা প্রয়োজন। আমি নিশ্চিত, লিটন খুব দ্রুতই নিজের স্বরূপে ফিরে আসবে।’

ব্যাট হাতে ব্যর্থতা সত্ত্বেও লিটনের নেতৃত্বে যে কৌশলগত গভীরতা ও দূরদর্শিতা রয়েছে, তা টাইগারদের সাম্প্রতিক সাফল্যে বড় ভূমিকা রেখেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত