Homeদেশের গণমাধ্যমেলাশ গোসলের সময় গলায় আঘাতের চিহ্ন, স্ত্রী গ্রেপ্তার

লাশ গোসলের সময় গলায় আঘাতের চিহ্ন, স্ত্রী গ্রেপ্তার



নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৪ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ১০:৫৯, ২৪ ডিসেম্বর ২০২৪


নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে ওই প্রবাসীর মরদেহ দাফনের জন্য গোসল করানোর সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

এর আগে, রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন একই গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বছর আগে লিমাকে বিয়ে করেন সৌদি আরব প্রবাসী ইসমাইল। এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেন। গত রোববার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ইসমাইল স্ত্রীসহ আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয় ইসমাইলের। ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্বের জেরে অভিযুক্ত লিমা আক্তার তার স্বামী ইসমাইল হোসেনকে নিজে বা কারো সহায়তায় শ্বাসরোধ অথবা মাথায় আঘাত করে হত্যা করে। কিন্তু ভিকটিমের পরিবারকে স্ত্রী লিমা জানায় স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।   

সোমবার লাশ দাফনের আগে গোসল করানোর সময় গলায় কালো আঘাতের দাগ দেখা যায়। এতে মৃত্যুর বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/সুজন/ইমন 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত