প্রকাশিত: ২১:৪২, ৫ মার্চ ২০২৫
পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সর্বশেষ প্রান্তিকের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পর্ষদ সভা আগামী ১২ মার্চ (বুধবার) বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচ্য সভায় লাফার্জহোলসিম বাংলাদেশের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি।
এর আগে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তী ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
আর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ঢাকা/এনটি/এনএইচ