দাবানল ঠেকাতে হিমশিম খাচ্ছেন অগ্নিনর্বাপণ ও জরুরি সেবা বিভাগের কর্মীরা। তাঁরা বলছেন, দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে যতটুকু নেভানো সম্ভব হচ্ছে, একই সময়ে তার চেয়ে অনেক বড় এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেস টাইমস–এর এক প্রতিবেদন অনুযায়ী, দাবানল ঠেকানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণ ও জরুরি সেবা কর্মীদের অনেকেই পানির সংকটে পড়ছেন।
দাবানলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অ্যামি পুরস্কারজয়ী হলিউড অভিনেতা জেমস উডস। ভিডিওতে দেখা যায়, তাঁর বাড়ির অদূরে পৌঁছে গেছে দাবানল। উডস লিখেছেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না যে আমাদের প্রিয় ছোট্ট বাড়িটির এমন পরিণতি হবে। এটা দেখে প্রিয়জন হারানোর মতো কষ্ট হচ্ছে।’
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিমধ্যে দাবানল-সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে ফেডারেল সরকারের পক্ষ থেকে সহযোগিতার জন্য বাইডেন প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।