Homeদেশের গণমাধ্যমেলঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যেতে চান তামিম

লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যেতে চান তামিম


এবার বিপিএলে কোন দলের সমর্থক বেশি? গ্যালারিতে উপস্থিত ভক্ত ও সমর্থকদের মানদণ্ডে বলতে হবে ফরচুন বরিশালের কথাই। রংপুর রাইডার্সের সাপোর্টও কম নয়। তবে দলটি নকআউট পর্বেই বাদ পড়েছে।

ওদিকে বেশ ভালো সমর্থকগোষ্ঠী ছিল কুমিল্লার। কিন্তু এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে নেই। তাই বেশি সমর্থক বরিশালের। ফরচুন বরিশালের প্রায় প্রতিটি খেলায়ই শেরে বাংলার পূর্ব দিকের গ্যালারি ভরে গেছে। ‘বরিশাল-বরিশাল’ ধ্বনিতে হোম অব ক্রিকেট ও তার আশপাশের আকাশ বাতাস কেঁপেছে।

ধারণা করা হচ্ছে, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার ফাইনালেও বরিশাল ভক্তদের গগনবিদারি চিৎকার, করতালি আর নানা উদ্দীপক স্লোগানে মুখরিত থাকবে শেরে বাংলা ও চারপাশ।

অধিনায়ক তামিম ইকবালও সে আশায় অধীর আগ্রহে আছেন। ফরচুন বরিশাল ক্যাপ্টেনও মানছেন, বরিশালের সাপোর্টারই সবচেয়ে বেশি।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা; যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি, গ্রুপপর্ব হোক বা কোয়ালিফায়িং হোক, বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি।’

অধিনায়ক তামিম সমর্থকদের দারুণ একটি খবর দিয়েছেন, যা শুনে পুলকিত হতে পারেন বরিশালবাসী। তামিমের আশা, যদি ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে লঞ্চে করে সোজা বরিশাল চলে যাবেন।

তামিমের কথা, ’অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি; ইচ্ছা আছে লঞ্চে করে বরিশাল যাব। আমার মনে হয় (এর আগে) কোনো কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই যাব।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত