Homeদেশের গণমাধ্যমেলজ্জা এড়িয়ে অনন্য কীর্তি মুমিনুল–তাইজুলের

লজ্জা এড়িয়ে অনন্য কীর্তি মুমিনুল–তাইজুলের


মুমিনুল–তাইজুলের এই জুটির মধ্য দিয়ে নতুন এক নজিরও দেখল টেস্ট ক্রিকেট। কুলীন এই সংস্করণের ১৪৭ বছরের ইতিহাসে বাংলাদেশই প্রথম দল হিসেবে ৫০ রানের কমে ৮ উইকেট হারানোর পর নবম কিংবা তার পরের উইকেট জুটিতে ১০০‍+ রান তোলার নজির গড়ল।

এর আগে ৬৫ রানে ৮ উইকেট হারিয়ে নবম উইকেট জুটিতে ১০০–এর বেশি রান তোলার নজির দেখা গেছে। ১৯৬৭ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এমন পাল্টা লড়াই করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও ইন্তিখাব আলম। জাভেদ বুর্কি দলীয় ৬৫ রানে আউট হওয়ার পর নবম উইকেটে ১৯০ রানের জুটি গড়েছিলেন আসিফ ও ইন্তিখাব।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত