‘আর নয় অনুপ্রবেশ, রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী স্টেশনে। পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে দ্রুততম সময়ের মধ্যে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরে ৭ বছর ধরে থাকা সাড়ে ১২ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোসহ ৭ দফা দাবি জানানো হয়।
সমাবেশে সাত দফা উপস্থাপন করেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল হোসাইন। দাবিগুলো হলো মিয়ানমারে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার, সম্প্রতি অনুপ্রবেশকারী লক্ষাধিক রোহিঙ্গাকে এফডিএমএন (বায়োমেট্রিক) তালিকায় অন্তর্ভুক্ত না করে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতা, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা, চাকরিসহ ক্যাম্প ব্যবস্থাপনায় স্থানীয়দের প্রাধান্য (ন্যূনতম ৫০%), আশ্রয়শিবিরে কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধ, আশ্রয়শিবিরের বাইরে রোহিঙ্গাদের বাসা ভাড়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং আশ্রয়শিবিরে চাকরির নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধির সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন।