Homeদেশের গণমাধ্যমেরাবির ভর্তি পরীক্ষায় শিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা

রাবির ভর্তি পরীক্ষায় শিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে শিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির অভিযোগে একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রিল) আনুমানিক দুপুর আড়াইটার দিকে চুরির ঘটনাটি ঘটে।

জানা যায়, আজ দুপুর আড়াইটা থেকে জবি কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা উপলক্ষে হেল্প ডেস্ক বসায় জবি শাখা ছাত্রশিবির। পরীক্ষা শুরু হলে ডেস্কে থাকা পরীক্ষার্থীদের ফোন ধরে টান দেয় অভিযুক্ত ব্যক্তি। এ সময় দায়িত্বরত শিবিরের কর্মীরা তাকে আটক করেন। পরবর্তীতে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে ডেস্কে দায়িত্বরত শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, আমরা তখন ৭ থেকে ৮ জন ডেস্কে ছিলাম। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় আমাদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে সে (অভিযুক্ত ব্যক্তি) ফোন নেওয়ার চেষ্টা করে। আমরা তখন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করি।

কোতোয়ালি থানার ওসি মো. ইয়াসিন শিকদার বলেন, সে ফোন চুরি করতে পারেনি। তার আগেই শিক্ষার্থীরা তাকে আটক করে। এখন সে আমাদের হেফাজতে আছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত