রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তিন শিক্ষার্থী। আজ বুধবার সকাল ১০টা থেকে বিভাগের সভাপতির কক্ষ ও অফিস কক্ষে তালা দিয়ে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভাগটির বিভিন্ন বর্ষের আরও কয়েকজন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পরও তাঁদের ফলাফল প্রকাশ করা হয়নি। বারবার প্রকাশের দাবি জানালেও বিভাগ কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে আসছেন। স্নাতকোত্তরের ফলাফল প্রকাশ না হওয়ায় ব্যাচের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারছেন না। সেই সঙ্গে চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও আবেদন করতে পারছেন না। এতে অনেকেই হতাশায় ভুগছেন।