Homeদেশের গণমাধ্যমেরাজনীতিবিদদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে : গয়েশ্বর

রাজনীতিবিদদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোতে হবে : গয়েশ্বর


রাজনৈতিক দলের নেতাদের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্কুলের প্রধান শিক্ষিকা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরানীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজুল হক রানা প্রমুখ।

গয়েশ্বর রায় বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় একাধিকজন অংশ নিয়ে কেউ প্রথম, কেউ দ্বিতীয় এবং কেউ তৃতীয় স্থান অধিকার করেন। এ নিয়ে তাদের মধ্যে হানাহানি-মারামারি হয় না। এটাই স্পোর্টসম্যান স্পিরিট। রাজনৈতিক দলের নেতাদেরকে বলব, সবাই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এগোবেন। জনগণের ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে কেউ জয়ী হবেন, কেউ পরাজিত হবেন। কখনো জোর করে সুনাম অর্জন করতে যাবেন না। জনগণকে বঞ্চিত করে সুনাম অর্জন করা যায় না।

সুভাঢ্যা স্কুল ভারতবর্ষের প্রখ্যাত শিক্ষাবিদ প্রশান্ত কুমার (পিকে) রায়ের বাড়িতে প্রতিষ্ঠা হয়েছিল বলে জানান এ বিএনপি নেতা। তিনি বলেন, এ স্কুল তার নাম অনুসারে হয়েছিল। কিন্তু কী কারণে স্কুলের নাম পরে পরিবর্তন হলো, তা জানা নেই বলে উল্লেখ করেন গয়েশ্বর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত