Homeদেশের গণমাধ্যমেযে দুই দেশে পাকিস্তান শুধু হারে আর হারে

যে দুই দেশে পাকিস্তান শুধু হারে আর হারে


লোকে বলে পাকিস্তান অননুমেয়, ধারাবাহিক নয়। হতে পারে। যদি সেটা হয়ও, দু-একটা ক্ষেত্রে তো ব্যতিক্রম তো থাকেই। টেস্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের জন্য সেই ব্যতিক্রম জায়গা।

১৯৯৯ সাল থেকেই সেখানে ধারাবাহিক ফল উপহার দিচ্ছে পাকিস্তান। ধারাবাহিক হলেও ফল অবশ্য পক্ষে যাচ্ছে না। মানে হেরে যাচ্ছে একের পর এক টেস্টে।

পরিসংখ্যানটা কেমন জানেন? এই সময়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছে ৩০টি, যেখানে হেরেছে ২৯টিতেই। একমাত্র জয়টি এসেছে ২০০৭ সালে পোর্ট এলিজাবেথ টেস্টে, ইনজামাম-উল-হকের নেতৃত্বে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত