Homeদেশের গণমাধ্যমেযেসব সিনেমা হলে দেখা যাবে ‘মধ্যবিত্ত’

যেসব সিনেমা হলে দেখা যাবে ‘মধ্যবিত্ত’


মধ্যবিত্ত পরিবারের হাসি, কান্না, সুখ ও দুঃখের মিশেলের গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘মধ্যবিত্ত’। (৩ জানুয়ারি) শুক্রবার দেশব্যাপী মুক্তি পাচ্ছে এটি। যা পরিচালনা করেছেন তানভীর হাসান। ইতোমধ্যেই সিনেমাটির হলের সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রথম সপ্তাহে ১৩টি হল পেয়েছে ‘মধ্যবিত্ত’।

এই সিনেমা দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নবাগত নায়ক শিশির সরদার। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দুজনেই নিজেদের নতুন এই সিনেমা নিয়ে আশাবাদী। শিশির ও এলিনা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ, রেবেকা রউফ, সমু চৌধুরী, সাবেরী আলম, ওমর মালিকসহ আরও অনেকেই।

যেসব হলে দেখা যাবে ‘মধ্যবিত্ত’ : স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা) ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা দিয়াবাড়ি, ঢাকা), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ, ঢাকা), গ্রান্ড রিভার ভিউ (রাজশাহী), বনলতা সিনেমা (ফরিদপুর), পূরবী সিনেমা (ময়মনসিংহ), মর্ডান সিনেমা (দিনাজপুর), নসীব সিনেমা (সাপাহার, নওগা), রাজ সিনেমা (কিশোরগঞ্জ), চলন্তিকা সিনেমা (নারায়ণগঞ্জ,) সোনালী সিনেমা (টেকেরহাট, মাদারীপুর) এবং মাধবী সিনেপ্লেক্স (মধুপুর, টাঙ্গাইল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত